Govt Job CircularGovt Job Circular

ইষ্টার্ন রিফাইনারী লিমিটেড এ ১৯ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি – Govt Job Circular -Today Job News BD

ইষ্টার্ন রিফাইনারী লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশোন এর অঙ্গ প্রতিষ্ঠান এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। চাকরী প্রত্যাশীদের জন্য সুখবর, আমি আমার এই ব্লগ সাইটে প্রতিদিন বিভিন্ন পত্রিকা থেকে বিভিন্ন কোম্পানির চাকরির অফার পোষ্ট করে থাকি তা ছাড়াও আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরির ভিডিও পোষ্ট করে থাকি। Hello Job Seeker In Bangladesh In this blog site you will get lots of job offer everyday and we collect the news from verified source so be with us. you will find the best job. thanks

Job Source: Bangladesh Protidin

Job Publish Date: 21/03/2024

Job Application Start Date:21/03/2024

Job Application Deadline: 20/04/2024

Application System: Online

Job Application Link: http://erlb.teletalk.com.bd/

Govt Job Circular. Today Job News BD

25 ক্রমিক পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স পদের নাম, গ্রেড ও বেতনস্কেল নং সংখ্যা ১৯। ক্যান্টিন বিয়ারার ০৭ জন ন্যূনতম এসএসসি/সমমান পাশ। শ্রমিক কর্মচারী গ্রেড-৭: বেতন স্কেল: ৮, ৮,২৫০-২০,০১০/- সংশ্লিষ্ট কাজে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি/জেএসসি বা সমমান পাশ পর্যন্ত শিথিলযোগ্য। বয়স: অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)। সকল নিয়োগের ক্ষেত্রে বিপিসি কর্তৃক অনুমোদিত “বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অধীনস্থ কোম্পানিসমূহের শ্রমিক-কর্মচারী নিয়োগ নীতিমালা-২০২৩”, সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা এবং কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। জিপিএ তে ফলাফল প্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিভাগ/শ্রেণি নির্ধারণের জন্য এতদবিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অনুসরণ করা ER ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর একটি অঙ্গ প্রতিষ্ঠান) এয়ারপোর্ট রোড, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম-৪২০৪। ইস্টার্ণ রিফাইনারী বিজ্ঞপ্তি নম্বর: ২৮.২5.0000.053.11.006.২৪-২৮ Website: www.erl.com.bd E-mail: md-office@erl.com.bd নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অঙ্গ প্রতিষ্ঠান এবং দেশের একমাত্র জ্বালানি তেল । শোধনাগার ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল)-এ শ্রমিক-কর্মচারী পর্যায়ে বিভিন্ন গ্রেডে নিম্নবর্ণিত পদ সমূহে স্থায়ী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে । অনলাইনে (http://erlb.teletalk.com.bd ওয়েবসাইটে) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। শর্তাবলি: (১) তারিখ: ২১/০৩/২০২৪ 2) ৩) হবে। 8) ৫) পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স ৬) ০৩ জন ন্যূনতম স্নাতক পাশ। কোনো বৃহৎ শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যক্তিগত সহকারী বা অফিস সহকারী হিসেবে ন্যূনতম ০৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 9) ৮) এমএস অফিস কোর্সে প্রশিক্ষণ থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিং এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)। ০১ জন ন্যূনতম এসএসসি/এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাশ। ক্রমিক পদের নাম গ্রেড ও বেতন স্কেল নং IS জুনিয়র কনফিডেন্সিয়াল এ্যাসিসটেন্ট শ্রমিক-কর্মচারী গ্রেড-৩: বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- এ্যাসিসটেন্ট ইলেকট্রিশিয়ান শ্রমিক-কর্মচারী গ্রেড-৪ : বেতন স্কেল: ৮, ৯,৭০০-২৩,৪৯০/- স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেয়া হবে। ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি (ইকুইপমেন্ট এন্ড ইন্সট্রুমেন্ট) এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম মেরামত ও সংস্থাপন সংক্রান্ত কাজে ন্যূনতম ০৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান হতে প্রয়োজনীয় লাইসেন্স (ন্যূনতম সি ক্লাস) থাকতে হবে। হাই ভোল্টেজ মটর সার্ভিসিং-এর কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)। সকল পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার সনদ সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জন করতে হবে। সরকারি/আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে। প্রার্থীর বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তানুযায়ী অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা নির্ধারণের ক্ষেত্রে কোনো পদের বিপরীতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা অর্জনের পরের সময়কাল অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করা হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। অসম্পূর্ণ/ভুল তথ্য/ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখে প্রার্থীর সংশ্লিষ্ট পদের জন্য চাহিত বয়স থাকতে হবে। তবে, শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্র জমাদানের শেষ তারিখে যাদের বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর তারাও আবেদনের যোগ্য হবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এস.এস.সি/জে.এস.সি/সমমানের পরীক্ষার সার্টিফিকেটে লিপিবদ্ধ জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসাবে গণ্য হবে এবং বয়স সংক্রান্ত কোনো এফিডেভিট (Affidavit) গ্রহণযোগ্য হবে না। তবে জে.এস.সি ব্যতীত অষ্টম শ্রেণি পাশ প্রার্থীদের বয়স নির্ধারণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের (NID Card) বয়স চূড়ান্ত বয়স হিসেবে গণ্য হবে। ১০) “বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অধীনস্থ কোম্পানিসমূহের শ্রমিক-কর্মচারী নিয়োগ নীতিমালা- ২০২৩ ” মোতাবেক নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪৫ (পঁয়তাল্লিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য। (ক) “বিভাগীয় প্রার্থী” অর্থ ঐ সকল কর্মচারীকে বুঝাবে যারা একই লাইনের এবং ইআরএল-এর চাকরিতে কমপক্ষে দুই বৎসর স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত আছেন এবং বিজ্ঞাপিত পদে পদোন্নতি বা সরাসরি নিয়োগের জন্য যোগ্য; তবে তাঁদের চাকরিতে প্রথম নিয়োগের সময় বয়সসীমা সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকতে হবে। (খ) “অস্থায়ী কর্মচারী” অর্থ ইআরএল-এ অস্থায়ী ভিত্তিতে নিযুক্তির লক্ষ্যে গঠিত উপযুক্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে/ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ক্যাজুয়াল ভিত্তিতে ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত নিযুক্ত বিদ্যমান সকল শ্রমিক, কর্মচারী এবং নিরাপত্তা প্রহরীদের বোঝাবে। নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। 10 জুনিয়র ফার্মাসিস্ট ০৪ জন শ্রমিক-কর্মচারী গ্রেড-৪: বেতন স্কেল: ৮, ৯,৭০০-২৩,৪৯০/- প্রার্থীকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে ডিপ্লোমা-ইন-ফার্মেসিতে সনদ প্রাপ্ত হতে হবে। সংশ্লিষ্ট কাজে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)। 1 81 জুনিয়র টেকনিশিয়ান (জেনারেল ০২ জন ন্যূনতম এসএসসি/এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাশ। ১১) মেকানিক্যাল ফিটিং) শ্রমিক-কর্মচারী গ্রেড-৪ : বেতন স্কেল: ৮, ৯,৭০০-২৩,৪৯০/- স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেয়া হবে। প্রার্থীর সংশ্লিষ্ট মেরামতের কাজে ন্যূনতম ০৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)। ১২) লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে ও ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড এর ওয়েবসাইট (www.erl.com.bd) এর মাধ্যমে জানানো হবে। ১৩) জুনিয়র টেকনিশিয়ান (ওয়েল্ডিং) ০৩ জন শ্রমিক-কর্মচারী গ্রেড-৪: বেতন স্কেল: b. 9,900 — ২৩,৪৯০/- ন্যূনতম এসএসসি/এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাশ। স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেয়া হবে। ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং-এ ৬G পজিশন এবং TIG-ওয়েল্ডিং এর কাজে ন্যূনতম ০৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি/জেএসসি বা সমমান পাশ পর্যন্ত শিথিলযোগ্য। বয়স: অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)। ন্যূনতম এসএসসি/ এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাশ । ১৪) এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন, সংযোজন (যদি থাকে) এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য www.erl.com.bd এ পাওয়া যাবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দিয়ে পূরণকৃত আবেদন নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল হবে এবং এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। কোনো প্রার্থী নিয়োগ লাভের পরও তার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ১৫) মৌখিক পরীক্ষার সময় Online এ পূরণকৃত Application Form সহ নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট ফটোকপি দাখিল করতে হবে: . নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ কার্যক্রমের আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন/বাতিল বা পদসংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ক) লিখিত পরীক্ষার প্রবেশপত্র; ৬। জুনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল পাইপ ফিটিং) ০২ জন খ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদ। শিক্ষাগত যোগ্যতার সনদে শ্রেণি/গ্রেড উল্লেখ না থাকলে মার্কশিট/ট্রান্সক্রিপ্ট; শ্রমিক-কর্মচারী গ্রেড-৪: বেতন স্কেল: ৮, ৯,৭০০-২৩,৪৯০/- স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেয়া হবে। পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল প্রসেস প্ল্যান্টে ওয়েল্ডিং সংক্রান্ত পাইপ ফিটিং এর কাজে প্রার্থীর ন্যূনতম ০৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। গ) বিদেশি কলেজ/বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রদত্ত সমমানের সনদ; ঘ) পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ; ঙ) লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে); • বয়স: অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)। চ) যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনের কপি (প্রযোজ্য ক্ষেত্রে); 91 জুনিয়র টেকনিশিয়ান (পাম্পস) ০২ জন ন্যূনতম এসএসসি/এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাশ। ছ) কোটা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে); শ্রমিক-কর্মচারী গ্রেড-৪ : স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেয়া হবে। জাতীয় পরিচয় পত্র ও নাগরিকত্ব সনদের কপি এবং বেতন স্কেল: ৯,৭০০ — ২৩,৪৯০/- প্রার্থীর সংশ্লিষ্ট মেরামতের কাজে ন্যূনতম ০৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)। সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ১৬) প্রার্থীগণকে চূড়ান্ত নিয়োগ লাভের পূর্বে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৮। জুনিয়র টেকনিশিয়ান (মেশিনিস্ট) ০১ জন ন্যূনতম এসএসসি/এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাশ। ১৭) শ্রমিক-কর্মচারী গ্রেড-৪: বেতন স্কেল: ৮, ৯,৭০০-২৩,৪৯০/- স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেয়া হবে। লেদ মেশিন, রেডিয়াল ড্রিলিং মেশিন, ইউনিভার্সাল মিলিং মেশিন, শেপার মেশিন ইত্যাদি চালনার কাজে প্রার্থীর ন্যূনতম ০৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ১৮) ১৯) অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়: ক) বয়স: অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)। ১) ৯। জুনিয়র টেকনিশিয়ান (ক্রেন) ০১ জন ন্যূনতম এসএসসি/এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাশ। 2) শ্রমিক-কর্মচারী গ্রেড-৪: বেতন স্কেল: ৮, ৯,৭০০-২৩,৪৯০/- স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেয়া হবে। হেভি ভেহিকেল ড্রাইভিং-এর বৈধ লাইসেন্সধারী হতে হবে এবং ক্রেন চালনায় ন্যূনতম ০৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। খ) গ) • অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি/জেএসসি বা সমমান পাশ পর্যন্ত শিথিলযোগ্য। । ঘ) • বয়স: অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)। ১০। জুনিয়র শিপিং এ্যাসিসটেন্ট শ্রমিক-কর্মচারী গ্রেড-৪: ০২ জন বেতন স্কেল: ৮, ৯,৭০০-২৩,৪৯০/- ১১। ফায়ার টেন্ডার ড্রাইভার ০২ জন শ্রমিক-কর্মচারী গ্রেড-৪ : বেতন স্কেল: ৮, ৯,৭০০-২৩,৪৯০/- ন্যূনতম এইচএসসি/সমমান পাশ। প্রকিউরমেন্ট এর কাজে ন্যূনতম ০৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস কোর্সে প্রশিক্ষণ থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিং এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)। ন্যূনতম এসএসসি/সমমান পাশ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বা অন্য কোনো বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে ফায়ার ভেহিক্যাল ড্রাইভিং ও ফায়ার ফাইটিং কাজে ন্যূনতম ০১ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি/জেএসসি বা সমমান পাশ পর্যন্ত শিথিলযোগ্য। হেভি চ ভেহিকেল । ড্রাইভিং-এর বৈধ লাইসেন্সধারী হতে হবে। ফায়ার সার্ভিস ও । ও সিভিল ডিফেন্স হতে ন্যূনতম ০১ মাসের প্রশিক্ষণ থাকতে হবে। শারীরিক যোগ্যতা: উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি বুকের মাপ: ন্যূনতম ৩২ ইঞ্চি বয়স: অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)। ঙ) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক আগ্রহী প্রার্থীগণকে http://erlb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২১ মার্চ ২০২৪ (সকাল ১০:০০ ঘটিকা) অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২০ এপ্রিল ২০২৪ (সন্ধ্যা ০৬:০০ ঘটিকা) উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত ওয়েবসাইটে User ID প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস (SMS) এ পরীক্ষার নির্ধারিত ফি জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীকে তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel, স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থলে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র ইঁনসরঃ করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। ২০) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: ক) অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন করা প্রার্থী User ID ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। যদি Applicant’s copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা ঘোলা ) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s copy তে একটি User ID number দেওয়া থাকবে এবং User ID number ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk Pre-Paid Mobile Number এর মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ (S) (২) ক্রমিক নম্বর: ১ থেকে ক্রমিক নম্বর: ১৪; ৮.২২৩/- (দুইশত তেইশ) (অফেরতযোগ্য) এবং ক্রমিক নম্বর: ১৫ থেকে ক্রমিক নম্বর ১৯: ৮.১১২/- (একশত বারো টাকা) (অফেরতযোগ্য) অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। • শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে। খ) ১২। ফায়ার ফাইটার ০৫ জন ন্যূনতম এসএসসি/সমমান পাশ। গ) SMS এর নিয়মাবলি: শ্রমিক-কর্মচারী গ্রেড-৫: বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বা অন্য কোনো বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে ফায়ার ফাইটিং কাজে ন্যূনতম ০১ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে ন্যূনতম ০১ মাসের প্রশিক্ষণ থাকতে হবে। 3) প্রথম SMS: ERLB <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: ERLB ABCDEF Reply: Applicant’s Name. TK-223/112 will be charged as applicat ion fee. Your PIN is 12345678. To pay fee ১৩। ড্রাইভার ০৩ জন শ্রমিক-কর্মচারী গ্রেড-৫: বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০/- শারীরিক যোগ্যতা: * উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি বুকের মাপ: ন্যূনতম ৩২ ইঞ্চি • শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে। ৩০ (ত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)। বয়স: অনূর্ধ্ব ৩০ ন্যূনতম এসএসসি/সমমান পাশ। ভারী গাড়ি চালনায় ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 2) Type ERLB <space>Yes<Space> PIN and send to 16222 দ্বিতীয় SMS: ERLB<space> Yes <Space> PIN লিখে send করতে হবে 16222 নম্বরে। Example: ERLB Yes 12345678 অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি/জেএসসি বা সমমান ঘ) পাশ পর্যন্ত শিথিলযোগ্য। হেভি ভেহিকেল ড্রাইভিং এর বৈধ লাইসেন্সধারী হতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)। ঙ) ১৪। জুনিয়র ট্রেসার ০১ জন • ন্যূনতম এসএসসি/ এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাশ। শ্রমিক-কর্মচারী গ্রেড-৫: বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- মেকানিক্যাল বা সিভিল ড্রাফটিং/ট্রেসিং/ লে-আউট ড্রয়িং-এর কাজে ন্যূনতম ০২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 5) Reply: Congratulation Applicant’s Name, payment completed successfully for ERLB Application for (post name) User ID is (ABCDEF) and Password (xxxxxxx). দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি এসএমএস-এ Password পাবেন। SMS এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password টি ভবিষ্যৎ প্রয়োজনের নিমিত্ত সংরক্ষণ করতে হবে। SMS এর প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি পরবর্তীতে সকল পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। শুধুমাত্র টেলিটক প্রি-প্রেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন (প্রযোজ্য ক্ষেত্রে)। স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেয়া হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)। ১) User ID জানা থাকলে: ERLB<space>Help<Space>User <Space> User ID & Send to 16222. ১৫। জুনিয়র ইলেকট্রিক্যাল হেল্পার ০২ জন ন্যূনতম এসএসসি/এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাশ। Example: ERLB HELP USER ABCDEF শ্রমিক-কর্মচারী গ্রেড-৬: স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেয়া হবে। ২) বেতন স্কেল: b. ৮,৮০০ — ২১,৩১০/- • ১৬। প্লান্ট এ্যাটেনডেন্ট (অপারেশন) ০৪ জন শ্রমিক-কর্মচারী গ্রেড-৭: বেতন স্কেল: b. ৮,২৫০-২০,০১০/- সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি/জেএসসি বা সমমান পাশ পর্যন্ত শিথিলযোগ্য। • বয়স: অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)। ন্যূনতম এসএসসি/সমমান পাশ। বা সমমান পাশ পর্যন্ত শিথিলযোগ্য। ছ) ১৭। জুনিয়র ল্যাব হেল্পার ০৩ জন সংশ্লিষ্ট কাজে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি/জেএসসি বয়স: অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)। ন্যূনতম এসএসসি/সমমান পাশ। শ্রমিক-কর্মচারী গ্রেড-৭: বেতন স্কেল: ৮, ৮,২৫০-২০,০১০/- বয়স: অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)। ঞ) ১৮। জুনিয়র সিকিউরিটি গার্ড ১৫ জন ন্যূনতম এসএসসি/সমমান পাশ। শ্রমিক-কর্মচারী গ্রেড-৭: বেতন স্কেল: b. ৮,২৫০-২০,০১০/- বৃহৎ শিল্প কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে ন্যূনতম ০২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আনসার/প্রাক্তন সেনা সদস্যদেরকে অগ্রাধিকার দেয়া হবে। 21) শারীরিক যোগ্যতা: * উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি সংশ্লিষ্ট কাজে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি/জেএসসি বা সমমান পাশ পর্যন্ত শিথিলযোগ্য। * বুকের মাপ: ন্যূনতম ৩২ ইঞ্চি • শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর (আবেদনের সর্বশেষ তারিখ)। PIN Number জানা থাকলে: ERLB<space>Help<Space>PIN<Space>PIN No & Send to 16222. Example: ERLB HELP PIN 12345678 অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এ ক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। পত্রিকা ছাড়াও ইআরএল এর ওয়েবসাইট (www.erl.com.bd) এর নোটিশবোর্ডে বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.erl.com.bd ওয়েবসাইট হতে জানা যাবে। ঝ) অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 অথবা এ ই-মেইলে যোগাযোগ করা যাবে।

সম্পুর্ন চাকরি এর বিজ্ঞপ্তি Full Job Circular

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *