TMSS এ line Manager পদে নিয়োগ বিজ্ঞপ্তি – Ngo Job Circular – Today Job News BD
Summary Of Job Details
Name Of Organization: TMSS
Job Source: Newspaper Online
Job Publish Date: 25/03/2024
Job Application System: Online
Job Category: NGO JOB
Job Deadline: 16/04/2024
Education Qualification: See The Circular
Total Vacancies: 3
Area Of Work : See The Circular
Job Apply Link: Apply Here
চাকরী প্রত্যাশীদের জন্য সুখবর, আমি আমার এই ব্লগ সাইটে প্রতিদিন বিভিন্ন পত্রিকা থেকে বিভিন্ন কোম্পানির চাকরির অফার পোষ্ট করে থাকি তা ছাড়াও আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরির ভিডিও পোষ্ট করে থাকি। Hello Job Seeker In Bangladesh In this blog site you will get lots of job offer everyday and we collect the news from verified source so be with us. you will find the best job. thanks
Full Job Circular Of Tmss Job
CLICK HERE TO APPLY
TMSS
Line Manager P-1, TMSS
টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। অত্র সংস্থার কার্যক্রম-১ ডোমেইনের এখতিয়ারে WASH প্রকল্প বাস্তবায়নের জন্য উল্লিখিত পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট হতে আবেদন আহবান করা হচ্ছে।
শূণ্য পদ: ০৩ জন ।
কর্মস্থল: ঢাকা।
দায়িত্বসমূহ:
•
·
বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, মিটিং, ট্রেইনিং আয়োজন ও পরিচালনা করা ৷
মাঠ হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে Report Power Point Presentation Paper প্রস্তুত করা।
- দাতা ও বিভিন্ন সরকারি-বেসরকারি পর্যায়ের যোগাযোগ করে প্রকল্পের কার্যবাস্তবায়ন করা ।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতকোত্তর/সমমান ডিগ্রী।
অভিজ্ঞতা: দাতা সহায়তাপুষ্ট WASH বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা :
·
WASH, Climate ইত্যাদি বিষয়ে অভিজ্ঞ হতে হবে।
•
প্রকেল্পর কাজসমূহ নির্ধারিত সময়ে সম্পন্ন করণে অভিজ্ঞ হতে হবে।
•
Budget প্রনোয়ন, Budget বিশ্লেষণসহ Financial Management এ অভিজ্ঞ হতে হবে।
•
ইংরেজিতে ও কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন-ভাতা: SR-TMSS-এর ০৭ তম গ্রেড অনুসারে শিক্ষানবীশকালে ২৯,৭০০/- টাকা (শিক্ষানবিশকাল ০৬ মাস) শিক্ষানবিশকাল শেষে সিটি এলাউন্সসহ সর্বসাকুল্যে ৩৯,৬০০/- এছাড়াও সংস্থার বিধি অনুসারে সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন ।
আবেদন করার পূর্বে ভালভাবে পড়ুন
১। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS/মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে।
২। প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতেযোগ্য) প্রদান করতে হবে।
৩। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
৪। ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস-এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকুরিচ্যুত কর্মীর আবেদন করার আবশ্যকতা নাই।
৫। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেওয়া হবে ।
৬। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৭। প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতযোগ্য) প্রদান করতে হবে।
৮। কর্তৃপক্ষ কোন কারণ বা ব্যাখ্যা ব্যতিরেকে আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
Apply Online
আবেদনের শেষ তারিখ: ১৬/০৪/২০১৪ইং