স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্মারক নং-স্বাসেবি/প্রশা-১/এডি/২সি-১৭/৯৩-১০৪, তারিখ ১৪/০১/২০১৪ খ্রিঃ মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জন কার্যালয়, ময়মনসিংহ ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের স্থায়ী/অস্থায়ী রাজস্ব খাতে ১১-২০ গ্রেডভুক্ত (পূর্বতন ৩য় ও ৪র্থ শ্রেণী) নিম্নলিখিত শূন্যপদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে (http://csmymensingh.teletalk.com.bd) ওয়েবসাইটে online –এ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
Summary Of Job Details
Job Source: Janakontho Newspaper Online
Job Publish Date: 08/05/2024
Job Application Start Date: 08/05/2024
Job Application Deadline: 28/05/2024
Application System: Online