Summary Of Job Details
Job Source: Bangladesh Protidin Newspaper Online
Job Publish Date: 04/06/2024
Job Application Start Date: 04/06/2024
Job Application Deadline: 03/07/2024
Application System: Online
Job Application Link: Apply Here
নম্বর: 12.05.0000.011.26.002.22.2132
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কৃষি তথ্য সার্ভিস
খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা-১২১৫ www.ais.gov.bd
নিয়োগ বিজ্ঞপ্তি
১৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
তারিখ :
৩০ মে 2024 খ্রিস্টাব্দ
কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা এর অধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য নিম্নস্বাক্ষরকারী কর্তৃক বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://ais.teletalk.com.bd এবং www.ais.gov.bd ওয়েবসাইটে) পূরণকৃত আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
ক্রম.
নং
পদের নাম এবং জাতীয় বেতন
বয়স
পদের সংখ্যা
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা
যে সকল জেলার অধিবাসীগণ আবেদন করতে পারবেন না
3.
স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড ও
বেতন স্কেল
সহকারী সম্পাদক
টাঃ ১১,৩০০-২৭,৩০০/-
8
৩০
বৎসর (এক)
গ্রেড-১২
কম্পোজিটর
৩০
টাঃ ৯,৩০০-২২,৪৯০/- গ্রেড-১৬
বৎসর
(এক)
ক্যাশিয়ার কাম একাউন্টেন্ট
৩০ বৎসর
(এক)
৩.
টাঃ ৯,৩০০-২২,৪৯০/-
গ্রেড-১৬
8.
প্রুফরিডার
७०
টাঃ ৯,৩০০-২২,৪৯০/- গ্রেড-১৬
বৎসর
Q
Bachelor Degree Experience in Journalism and literary background (স্নাতকসহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতাসহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে)
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণসহ যেকোন খ্যাতিসম্পন্ন প্রেসে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা প্রার্থীদের বেলায় বয়স ৩৫ বৎসর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। ( ব্যতিক্রমধর্মী প্রার্থী:- কম্পিউটার টাইপে বংলায় ৩০ ও ইংরেজিতে ৩৫ শব্দ গতির টাইপে দক্ষতা থাকতে হবে)।
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ থাকতে হবে।
০২ (দুই) এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণসহ যেকোন খ্যাতিসম্পন্ন প্রেসে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় (স্বনামধন্য প্রেস/দৈনিক পত্রিকায় প্রুফ রিডার হিসেবে কাজ করার অন্যূন ৫ বছরের অভিজ্ঞতা) বয়স ৩৫ বৎসর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস।
ค
মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, চাঁদপুর, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, জয়পুরহাট, পটুয়াখালী, পিরোজপুর, গোপালগঞ্জ, ঝালকাঠি, খুলনা, বাগেরহাট, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, মেহেরপুর
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।