Today Job NewsToday Job News

আকিজ গ্রুপ এ নিয়োগ বিজ্ঞপ্তি – Today Job News BD – Akij Group Job Circular

Summary Of Job Details

Job Source: Bangladesh Protidin Newspaper Online

Job Publish Date: 05/06/2024

Job Application Start Date: See The Job Circular

Job Application Deadline: See The Job Circular

Application System: Offnline

Job Application Link:  See The Job Circular

VENTURE
Success here & her
WALK-IN INTERVIEW
আকিজ ফুড অ্যাণ্ড বেভারেজ লিঃ, আকিজ ডেইরি, আকিজ হেলথকেয়ার অ্যাণ্ড হাইজিন লিঃ আকিজ ইলেকট্রিক অ্যাণ্ড ইলেক্ট্রনিক্স লিঃ, আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিঃ এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস্ অফিসার নিয়োগ করা হবে।
জুস, কোমল পানীয়, কার্বোনেটেড বেভারেজ, ডেইরী পণ্য সামগ্রী, পাউডার মিল্ক, পাস্তুরাইজড মিল্ক, টয়লেট্রিজ পণ্য-সাবান, ডায়াপার, ডিটেরজেন্ট পাউডার, এয়ার ফ্রেশনার, ডিশ ওয়াশ, ইলেকট্রিক অ্যাণ্ড ইলেক্ট্রনিক্স পণ্য, বাইসাইকেল ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
দায়িত্ব ও কর্তব্য
রুট প্ল্যান অনুযায়ী কাজ করা। • মাসিক সেলস্ রিপোর্ট তৈরী করা।
দোকানদারদের কাছ থেকে পন্যের অর্ডার নেওয়া।

  • মাসিক সেলস্ লক্ষ্যমাত্রা অর্জন করা।
    শিক্ষাগত যোগ্যতা
    সেলস্ অফিসার: নূন্যতম উচ্চ মাধ্যমিক (এইচএসসি) (স্নাতক পাশ অগ্রাধীকার দেওয়া হবে
    সুযোগ সুবিধা
    আকর্ষনীয় বেতন, টিএ ডিএ, মোবাইল বিল, দুইটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফাণ্ড, গ্রাচ্যুইটি, হেলথ ইন্সুরেন্স, লাইফ ইন্সুরেন্স, সেলস ইনসেন্টিভ, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট (LFA), বাৎসরিক ইনক্রিমেন্ট এবং অন্যান্য সুবিধাসমূহ।
    পদবী
    সেলস্ অফিসার বয়স
    ১৮ থেকে ৩০ বছর উচ্চতা
    সর্বনিম্ন ৫ ফুট ৩ ইঞ্চি সময়
    সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *