Today Job NewsToday Job News

বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এ নিয়োগ বিজ্ঞপ্তি – সকল চাকরি খবর

Summary Of Job Details

Job Source: Bangladesh Protidin Newspaper Online

Job Publish Date: ০৩/০৭/২০২৪

Job Application Start Date:০৩/০৭/২০২৪

Job Application Deadline:

Application System: Offline

ALL HOOGHAM SCHOOL COL
বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ
(বাংলা ও ইংরেজি ভার্সন)
নিয়োগ বিজ্ঞপ্তি
EIIN : 138709
কোড: ১৪৩৭
ক্রঃ নং
১.
পদের নাম ও বিষয়
শিক্ষাগত যোগ্যতা
কো-অর্ডিনেটর
যে কোন বিষয়ে স্নাতকোত্তর
(বাংলা ও ইংরেজি ভার্সন)
যোগাযোগ
সিনিয়র শিক্ষক (বাংলা ও ইংরেজি ভার্সন) : বাংলা, ইংরেজি, গণিত, হিসাববিজ্ঞান, তথ্য ও ২. প্রযুক্তি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, নাটক ও নাট্যকলা ( সংগীত ও নাচে অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে), চারু ও কারু কলা, শারিরীক শিক্ষা, ইসলাম শিক্ষা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।
জুনিয়র শিক্ষক (বাংলা ও ইংরেজি ভার্সন) : বাংলা, ৩. গণিত, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, ইসলাম শিক্ষা ও হিন্দু ধর্ম।
8.
শিক্ষক সহকারী (প্রি-প্রাইমারি, মহিলা প্রার্থী)
৫. কম্পিউটার অপারেটর
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর
স্নাতক/স্নাতকোত্তর
স্নাতক/সমমান
অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা

  • সংশ্লিষ্ট পদে কমপক্ষে ০৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ও বি.এড/এম.এড ডিগ্রীধারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।
    *শিক্ষকতায় নূন্যতম ০৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।
  • নতুন কারিকুলামে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকগণকে অগ্রাধিকার দেওয়া হবে ।
    *শিক্ষকতায় নূন্যতম ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। * নতুন কারিকুলামে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকগণকে অগ্রাধিকার দেওয়া হবে।
    নূন্যতম ০১ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন এবং ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
    বাংলা, ইংরেজি, এমএস ওয়ার্ড ও এক্সেলে দক্ষ ও পারদর্শী হতে হবে।
    — আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, সকল সনদের সত্যায়িত ফটোকপি, এনআইডি কার্ডের ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী ১৫/০৭/২০২৪ খ্রিঃ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় সরাসরি/কুরিয়ার/উল্লেখিত ই-মেইলে অথবা ডাকযোগে অধ্যক্ষ বরাবর প্রেরণ করতে হবে।
  • লিখিত পরীক্ষা আগামী ১৯/০৭/২০২৪ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। পরবর্তী কার্যক্রম পরীক্ষা কেন্দ্রে জানিয়ে দেয়া হবে ।
    = নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আকর্ষণীয় বেতন, দুইটি ঈদ বোনাস, প্রভিডেন্ট ফান্ড সহ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। বিশেষ দ্রষ্টব্য ঃ পুরুষ শিক্ষকদের জন্য আবাসিক সুবিধা রয়েছে।
    আবেদনপত্র প্রেরণের ঠিকানা :
    | বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ (সাবেক বি এইচ খান স্কুল অ্যান্ড কলেজ) ২৪৭০/১ কলেজ, তালতলা, মাজার, উত্তরখান, ঢাকা-১২৩০।
    | ই-মেইল : hr@bhksc.edu.bd যোগাযোগ : ০১৭৩৩-৩১৯১৫৪, ০১৭০৮-৪১৬২২৩
    অধ্যক্ষ
    কর্ণেল কাজী শরীফ উদ্দিন (অবঃ)
    এম.এ (ইংরেজি)
Today Job News BD

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *